ঢাকা   বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১   রাত ১:৩৭ 

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ, সাহেদসহ ৬ জনের বিচার শুরু

রিজেন্ট হাসপাতাল ঘটনায় দায়েরকৃত মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।
মামলায় অপর ৫ আসামি হচ্ছেন সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রিসার্চ অফিসার ডা. মো. দিদারুল ইসলাম এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম।
আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অপর ৪ জন জামিনে রয়েছেন এবং শাহেদ জেলে আছেন। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অভিযোগ পড়ে শোনানোর পর আসামিদের সবাই নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, এর আগে তাদেরকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দে জন্য জমা দেওয়া আবেদন খারিজ করে দেন বিচারক।
বিচারক মামলার বিচার শুরুর জন্য ৪ জুলাই দিন ধার্য করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত