ঢাকা   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১   দুপুর ১২:৪৩ 

সর্বশেষ সংবাদ

আওয়ামীলীগ নেত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটিতে সাংবাদিক গ্রেপ্তার

আওয়ামীলীগ নেত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির তবলছড়ি এলাকার বাসা থেকে ফজলে এলাহীকে থানায় নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, “২০২১ সালে করা একটি মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনাকে কাল (বুধবার) সকালে আদালতে তোলা হবে।”
স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।
ফজলে এলাহীকে গ্রেপ্তারের খবর শুনে থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাঙামাটি সাংবাদিক সমিতির নেতারা ফজলে এলাহীর মুক্তি দাবি করেছেন।
সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা শাখা। এক বিবৃতিতে তারা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করে ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত