ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   বিকাল ৩:৪৩ 

সর্বশেষ সংবাদ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম

ল’রিপোর্টার্স ফোরাম সদস্য, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। রাজধানীতে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এক মানববন্ধন থেকে রোববার সাত দিনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। ল’রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাশহুদুল হক বলেন, ‘এক যুগ ধরে দেশের অনেক উন্নয়ন পরিকল্পনায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তার ছেলে মানহানির মামলা করে পিতার সুনাম ক্ষুণ্ন করেছেন। আমরা সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী বলেন, ‘সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ মানববন্ধনে ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহসভাপতি ওসমান গণি বাবুল, আজমল হক হেলাল, নজরুল ইসলাম মিঠু, এম বদি-উজ-জামান, সাঈদ আহমেদ,শংকর মৈত্র, আক্তার হোসেন, তোফাজ্জেল হোসেন, মঈন উদ্দিন খান, দিদারুল আলম দিদার, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, সাইদুল ইসলামসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকত ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন চ্যানেল ২৪-এর সাংবাদিক মাসউদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে। মুশফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল এর আগে হাইকোর্টে একটি রিভিশন মামলা করেন। মাকে দেখতে না দিয়ে ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনেন তিনি মুশফেক ছাড়াও তার বাবা-মায়ের বিরুদ্ধে। এ মামলা নিয়ে করা চ্যানেল ২৪-এর প্রতিবেদন দেখে ক্ষুব্ধ মুশফেক আলম সৈকত মানহানির মামলা করেন। মামলাটি নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত