ঢাকা   সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১   রাত ৮:১২ 

সর্বশেষ সংবাদ

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতন : ব্যাংক কর্মকর্তা রিমান্ড শেষে কারাগারে

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। এর আগে গত ২ জুলাই এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলাটিতে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাহফুজা রহমানও আসামি। গত ৪ জুলাই আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।
এর আগে গত ১ জুলাই ১৪ বছর বয়েসি ওই গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ এবং তার স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়।
আহত গৃহকর্মীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করেছে। কিন্তু স্যার ও ম্যাডাম (আসামিরা) তাকে পালাতে দেয়নি। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা তাকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসে।
ওই কিশোরীর বোন ফাতেমা বেগম বলেন, তার বোন ওই বাসায় আট মাস ধরে কাজ করে। পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেয়ার কথা থাকলেও মাত্র তিন মাসের টাকা দিয়েছে। এখনো তাদের কাছে বোন অনেক টাকা পায়। টাকার কথা বললেই বিভিন্ন সময় বোনকে মারধর করা হতো। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত