ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৭:২৫ 

সর্বশেষ সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাবি বাংলা বিভাগের একাডেমিক কমিটি।

গত মার্চে ঢাবি’র বাংলা বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলে, ২৯ মার্চ বাংলা বিভাগের একাডেমিক কমিটি ঘটনার সত্যতা প্রমাণসাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক কমিটির নিকট ‘ক্ষমা’ ও ‘করুণা’ ভিক্ষা করলে একাডেমিক কমিটির সদস্যরা তার দ্বারা সংঘটিত অতীতের বিভিন্ন যৌন নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে তার এই প্রার্থনা গ্রহণ করেননি।

শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে ঢাবি’র একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি, তার নামে বরাদ্দকৃত কক্ষটি বাতিলের সুপারিশ করেছেন কমিটি। ড. বিশ্বজিৎ ঘোষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ২০১৯ সালে একুশে পদকপ্রাপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত