ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   বিকাল ৪:৫৫ 

সর্বশেষ সংবাদ

হাজীগঞ্জে মণ্ডপে হামলা: আদালতে জামাত নেতার স্বীকারোক্তি

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত সাবেক শিবির সভাপতি ও জামাত নেতা মো. কামাল উদ্দিন আব্বাসি (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের নামও জবানবন্দিতে প্রকাশ করেছেন তিনি।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর বুধবার রাতে মো. কামাল উদ্দিন আব্বাসিকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে হামলায় জড়িত অন্যান্যদের নামও তিনি প্রকাশ করেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মিলন মাহমুদ আরও বলেন, ‘আমরা হাজীগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা নিয়েছি। তার মধ্যে ২টি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। বাকি ৮টি মামলা বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্তরা করেছেন। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।’
‘ঘটনার পর থেকে এ পর্যন্ত জামাত নেতা ও সাবেক শিবির সভাপতি মো. কামাল উদ্দিন আব্বাসিসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাই এখন জেল হাজতে আছেন। বাকি আসামিদেরও ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ার কারণে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে,’ বলে জানান পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত