ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৫:০৪ 

সর্বশেষ সংবাদ

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই, দুদিনেও উদ্ধার করা যায় নি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনিয়ে নেয়া ফোনটি দুদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় নিজ দফতর থেকে বাসায় ফেরার পথে ব্যক্তিগত গাড়িতে থাকা অবস্থায় রাজধানীর বিজয় সরণি সিগন্যালে মন্ত্রীর হাত থেকে ছুঁ মেরে ফোনটি ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী নিজেই বিষয়টি সাংবাদিকদের জানান।
মন্ত্রী জানান, আইফোন মোবাইলটি তার ছেলের দেওয়া উপহার ছিলো। তিনি নতুন সিম উঠিয়েছেন। এখন পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন ঘটনার সময় তাৎক্ষণিকভাবে গানম্যানকে বিষয়টি জানান। কিন্তু গানম্যান বের হয়ে আর ছিনতাইকারীকে ধরতে পারেননি। কাফরুল থানায় এই ঘটনায় মামলা হলে পুলিশ তা উদ্ধারে নামে। তবে শেষ খবর(মঙ্গলবার রাত ১০টা) পাওয়া পর্যন্ত ফোনটি উদ্ধারকরা সম্ভব হয় নি। কাফরুল থানার ওসি (তদন্ত) আজিজ জানান, ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে, এখনো পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত