ঢাকা   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১   রাত ১২:৪৪ 

সর্বশেষ সংবাদ

চীনে এবার মানুষের শরীরে মিলল বার্ড ফ্লুর এইচটেনএনথ্রি

চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে বার্ড ফ্লুর এইচ১০এন৩ এর ধরন শনাক্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে এই ধরন শনাক্ত হয়। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স থেকে এ খবর জানা গেছে।
রয়টার্স জানায়, বার্ড ফ্লুর এইচ১০এন৩ এ যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার বয়স ৪১ বছর। তিনি জিনজিয়াং শহরের বাসিন্দা। গত ২৮ এপ্রিল তিনি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৮ মে তার শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এইচ১০এন৩ স্ট্রেইন শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়। তবে কীভাবে তিনি ভাইরাসে আক্রান্ত হন, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বিবৃতিতে বলা হয়, আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন। তার সংস্পর্শে আসা অন্যদের চিকিৎসা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে আর কারও শরীরে সংক্রমণ শনাক্ত হয়নি বলে জানিয়েছে এনএইচসি।
এইচ১০এন৩ একটি লো প্যাথোজেনিক বা তুলনামূলকভাবে কম মারাত্মক ধরন। এনএইচসি জানায়, ভাইরাসের এই ধরনটি মূলত পোল্ট্রিতে সংক্রমিত হয়। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
খাদ্য ও কৃষি সংস্থার ইমার্জেন্সি সেন্টার ফর ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজের আঞ্চলিক গবেষণাগার সমন্বয়ক ফিলিপ ক্লেস জানান, এই স্ট্রেইনটি তেমন পরিচিত না। ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ধরে ভাইরাসটির মাত্র ১৬০টি সংক্রমণের খবর পাওয়া যায়। এশিয়া ও উত্তর আমেরিকার কিছু সীমিত অংশে মূলত বন্য বা জলচর পাখির মধ্যে এটি শনাক্ত হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো মুরগির মধ্যেও এটি শনাক্ত হয়নি।
বর্তমানে চীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন স্ট্রেইন আছে। এর মধ্যে কয়েকটি কখনো কখনো মানুষকে সংক্রমিত করে। বিশেষত সাধারণত যারা পোলট্রি খাতে কাজ করেন। তাদের শরীরে শনাক্ত হয়। ২০১৬-২০১৭ সালে ৩০০ মানুষ এইচ৭এন৯ স্ট্রেইনে মারা যাওয়ার পর মানবদেহে আর কোনো বার্ড ফ্লুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত