রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।
সিটিটিসি কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার শিব্বির আহমাদ (২২) আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেনেও জড়িত।
বৃহস্পতিবার বিকালে সবুজবাগ থানার পূর্ব বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে মোবাইল ফোন, উগ্র মতবাদের বই এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নব্য জেএমবির এক সময়ের আমির মুসার সঙ্গে শিব্বিরের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা ওয়ালিদ বলেন, “মুসা মারা যাওয়ার পর শিব্বির কিছুদিন নিস্ক্রিয় ছিল। পরে প্রায় দুই বছর আগে অনলাইনের বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিভিন্ন বিদেশি জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করে সে।”
এর মধ্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ কয়েকটি দেশে ‘আইএস অনুপ্রাণিত সদস্যদের’ সাথে যোগাযোগ রেখে শিব্বির দেশে নব্য জেএমবিকে ফের সংগঠিত করার চেষ্টা করছিলেন জানিয়ে উপ কমিশনার ওয়ালিদ বলেন, “সেজন্য সে বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করছিল।”
দেশে ‘নাশকতামূলক কাজ’ করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে শিব্বিরের অর্থ সংগ্রহের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঢাকার বাসাবো সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাস করার পর বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন শিব্বির আহমাদ। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
এদিকে রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব ৫-এর জনসংযোগ দপ্তর থেকে ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (২৪) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইলের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।