ঢাকা   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৭:০৩ 

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হট্টগোল, ধস্তাধস্তি, ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। হট্টগোলের এক পর্যায়ে সমিতির সম্পাদকের কক্ষে ভাঙচুর চালান বিএনপিপন্থী আইনজীবীরা। 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার রায় নিয়ে সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরাও বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর পৌনে ২টার দিকে মিছিল নিয়ে তারা সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এলে সেখানে বিএনপিপন্থীদের মিছিলের মুখোমুখি হন।
পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে পরে তা রূপ নেয় ধস্তাধস্তিতে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষে ভাঙচুর চালান। তারা সম্পাদক ও সভাপতির কক্ষে সাঁটানো নেমপ্লেটও খুলে ফেলেন। 
এই হট্টগোল-ভাঙচুরের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে আইনজীবীদের ওপর হামলা হয়েছে। পরে তারা সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সংবাদ সম্মেলনের পর সম্পাদকের কক্ষের সামনে দিয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম।
এ সময় তারা (আওয়ামীপন্থী আইনজীবীরা) আমাদের এক নারী আইনজীবীকে হেনস্তা করেন। এর প্রতিবাদ করলে আওয়ামীপন্থী আইনজীবীরা তেড়ে আসেন। এক পর্যায়ে তাদের কিছু আইনজীবী সম্পাদকের কক্ষের জানালা ভাঙচুর করেন। এখন তারাই আবার আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’ 
সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা:
এর আগে তারেক রহমান ও জোবাইদা রহমানের সাজার রায়কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘সরকার চলমান আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রাম বন্ধ করার হীন চক্রান্তে আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা প্রদান করে চলেছে, যা দেশের কোনো মানুষ বিশ্বাস করে না।’
লিখিত বক্তব্যে কায়সার কামাল আরো বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন বানাচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বিচারকদের দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। ফলে এ রায় আমরা প্রত্যাখ্যান করছি।’ 
পরে সংবাদ সম্মেলন থেকে রায়ের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেন এই বিএনপি নেতা। আগামী ৬ আগস্ট দেশের সব জেলা আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সূত্র- কালের কণ্ঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত