ঢাকা   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১   রাত ৪:১০ 

সর্বশেষ সংবাদ

বাফুফের সালাউদ্দিনসহ তিনজনের দুর্নীতি তদন্তে রিট

দুর্নীতি ও লুটপাটের তদন্ত চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের রিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। রোববার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
পরে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ ৯ জনকে বিবাদী করে রিট আবেদন করা হয়েছে। আশা করি আগামীকাল(১৫ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। তিনি বলেন, যে পরিমাণ অর্থ ফিফা থেকে পায় তার পুরোটাও যদি অনিয়ম করে তাহলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ফিফা থেকে টাকা বাংলাদেশের নামে এনে পুরোটাও যদি লুটপাট করে ফেলে তাহলে বাংলাদেশে এই ভাবে আইনে প্রতিষ্ঠিত হয়নি যে তাকে সাজা দেবে। তিনি আরো বলেন, এদের অনিয়ম ও দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে না। ফুটবলকে বাঁচাতে হলে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, ফুটবল ফেডারেশনের সভাপতিসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত