ঢাকা   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০   সকাল ৯:৫৪ 

সর্বশেষ সংবাদ

জাহাঙ্গীরের ‘দুর্নীতি’ অনুসন্ধানে দুদক; মানহানি মামলায় হাইকোর্টে জামিন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন। ফরিদপুরে করা মানহানি মামলায় তাকে এই জামিন দেয়।
গত ৩১শে আগস্ট এ মামলায় ফরিদপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।
দুদকের অনুসন্ধান শুরু:
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমশিন,দুদক। এর অংশ হিসেবে নগর ভবনসহ বিভিন্ন দপ্তর থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন দুদক কর্মকর্তারা। রোববার তারা গাজীপুর সিটির নগর ভবন, কোনাবাড়ির আঞ্চলিক কার্যালয়, ব্যাংক ও দুটি পোশাক কারখানায় যান এবং নথিপত্র সংগ্রহের পাশাপাশি ওই সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
দুদকের উপ-পরিচালক আলী আকবরকে প্রধান করে গঠিত এই অনুসন্ধান দলের অপর সদস্য হলেন সহকারী পরিচালক আশিকুর রহমান।
আলী আকবর সাংবাদিকদের বলেন, “এসব অফিস থেকে কিছু নথির ফটোকপি সংগ্রহ করা হয়েছে। এ সংক্রান্ত বাকি ডকুমেন্টস সংশ্লিস্ট অফিসগুলোকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে।
“আমরা প্রত্যেকটি অভিযোগ অনুসন্ধান করব। অনুসন্ধানে অনিয়মের তথ্য-প্রমাণ মিললে দুদকের নিয়ম ও আইন অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।“
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাও হয়।
দল থেকে বহিষ্কারের এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ জমা পড়লে অনুসন্ধানের ঘোষণা দেয় দুদক।
কমিশন বলছে, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’ করে সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে ‘লেনদেন করেছেন’ বলে অভিযোগ উঠেছে।
ওইসব ভুয়া অ্যাকাউন্টে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা এবং উত্তোলন করে জাহাঙ্গীর আলম ‘আত্মসাৎ করেছেন’ বলে অভিযোগ করা হয়েছে সেখানে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল জানান, রোববার দুদক কর্মকর্তারা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন, হিসাব রক্ষক গোলাম কিবরিয়া, কয়েকজন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
“তারা আমাদের কাছে কিছু ডকুমেন্টের ফটোকপি চেয়েছেন। ১১ সেপ্টেম্বরের মধ্যে এসব ডকুমেন্টের কপি জামা দিতে বলেছেন।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত