ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   রাত ৯:০৪ 

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানো কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ এবং পেট্রল ও অকটেনের দাম যথাক্রমে ৫১ দশমিক ১ শতাংশ ও ৫১ দশমিক ৭ শতাংশ বাড়িয়েছে মন্ত্রণালয়।
সরকারি সিদ্ধান্তের বৈধতা গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ইউনুস আলী আকন্দ ও জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
উল্লেখ্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়িয়ে দয়ো হয়েছে। যা বিরূপ প্রভাব পড়েছে বাজারমূল্য ও মানুষের জীবন যাত্রার ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত