ঢাকা   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১   বিকাল ৫:৫৫ 

সর্বশেষ সংবাদ

প্রতারণা মামলায় ওয়াটা কেমিক্যালসের এমডি নজরুল কারাগারে

প্রতারণা মামলায় ওয়াটা কেমিক্যালস নামক একটি কোম্পানীর এমডি মো: নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। এই মামলায় সিআইডি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সোমবার (২০ জুন) জামিন নিতে আদালতে গেলে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা গেছে, হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা বাংলাদেশে ফিফথ জেনারেশেন টাইলস উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে কারখানা স্থাপন করছে টাঙ্গাইলের মধুপুরে। অগ্রণী ব্যাংকের অর্থায়ণে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই কারাখানায় স্থানীয় পর্যায়ে যন্ত্রপাতি সরবরাহের জন্য দরপত্র আহবান করলে সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজ পান নজরুল ইসলামের মালিকানাধীন যমুনা কনস্ট্রাকশন। হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষ নজরুল ইসলামকে কার্যাদেশ দেয়। পরবর্তীতে নগদ ও পে অর্ডারের মাধ্যমে ১৫ কোটি টাকা দেয়া হয়। কিন্তু নজরুল ইসলাম যন্ত্রপাতি সরবরাহ না করেই টাকা তুলে নেন। এ ঘটনায় হাইটেক সিরামিক কর্তৃপক্ষ ২০২১ সালের ১১ এপ্রিল ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় নজরুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে। মামলা নং -৮, ধারা ৪০৬/৪২০/৫০৬/১০৬ দন্ডবিধি। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্ত শেষে গত ১২ জুন আসামী নজরুল ইসলাম (এমডি, ওয়াটা কেমিক্যাল ও যমুনা কনস্ট্রাকশন) তার ছেলে এ এইচ এম আব্দুল্লাহ এবং হেলাল উদ্দিন নামক তাদের আরেকজন সহযোগির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সিআইডির তদন্ত কর্মকর্তা দোলন মজুমদার। (ক্যান্টনমেন্ট থানার চার্জশিট নং-৭২ ধারা ৪০৬/৪০২/৫০৬/৩৪ দ.বি)।
এই মামলার জামিনের জন্য ২০ জুন আদালতে হাজির হলে আদালত নজরুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। সিআইডির তদন্তে নজরুল ইসলামের প্রতারণার নানা চিত্র ওঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত