ঢাকা   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১   সকাল ১০:০০ 

সর্বশেষ সংবাদ

চাল কেটে ‘মিনিকেট’ বানানো অটোরাইস মিল মালিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

মেশিনে সাধারণ চাল কেটে-ছেঁটে মিনিকেট ও নাজিরশাইল নামে সরবরাহ করে, দেশের ৭ জেলার এমন অটোরাইস মিলের মালিকদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জেলাগুলো হলো-রংপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, যশোর, গোপালগঞ্জ ও নেত্রকোনা।
এসব জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) আগামী ৪ মাসের মধ্যে এ তালিকা তৈরি করে আদালতে জমা দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মিলগুলোতে চাল পালিশ করে বাজারজাত করায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও খাদ্যের পুষ্টিমান নষ্ট হচ্ছে কি না তাও জানতে চেয়েছেন আদালত।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) চেয়ারম্যান এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালকদের একই সময়ের মধ্যে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে মেশিনে সাধারণ চাল পলিশ করে ‘মিনিকেট’ ও ‘নাজিরশাইল’ চাল বিক্রি বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ৩ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর সরকারের পক্ষে ছিলেন ডিএজি কাজী মাইনুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত