ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   সকাল ১১:৫৭ 

সর্বশেষ সংবাদ

বিভ্রান্তিকর তথ্য ; আদিলুর রহমান শুভ্রর বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

৮ বছর আগে মতিঝিলের শাপলা চত্বর অবরোধ করে রাখা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরানোর অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে, বেসরকারি সংস্থা অধিকারের সম্পাদক এডভোকেট আদিলুর রহমান খান শুভ্রর বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (বর্তমানে সিআইডির পরিদর্শক) আশরাফুল ইসলাম সাক্ষ্য দেন। যিনি এই মামলার বাদী।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আদিলুর ছাড়াও আসামি করা হয়েছে সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে। দুজনই জামিনে রয়েছেন।
২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ভণ্ডুলের যৌথ অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল আদিলুরের সংগঠন অধিকার।
মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আশরাফুল আদালতে বলেন, হেফাজতে ইসলামের ওই সমাবেশে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ২০১৩ সালের ৫ মে সকালে পুলিশসহ ১১ জন মারা যান। অথচ অধিকারের ওয়েবসাইটে একই বছরের ১০ জুন ৬১ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বিভিন্ন সময়ে নাশকতার পুরনো কিছু ছবিও যুক্ত করা হয়। ওই প্রতিবেদনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে উসকানি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে- ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১)(২) ধারার অপরাধের উপাদান পাওয়া যায়।
সাক্ষ্যগ্রহণের পর আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া তাকে (আশরাফুল) জেরা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত