ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   বিকাল ৪:৩২ 

সর্বশেষ সংবাদ

মুফতি ইব্রাহীম কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মুফতি কাজী মো. ইব্রাহীমকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালত শনিবার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
গত ২৯ সেপ্টেম্বর কাজী ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির সাইবার ইউনিটের উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান। আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিন চান। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রের বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিতর্কিত ধর্মীয় বক্তা কাজী ইব্রাহীমকে ২৭ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত