ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৯:২২ 

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে পুলিশ হত্যা: জামাতের শাহজাহানসহ ৯৩ জনের বিচার শুরু

চট্টগ্রামের লোহাগাড়ায় আট বছর আগের পুলিশ সদস্য হত্যা মামলায় জামাতে ইসলামীর নেতা শামসুল ইসলাম ও শাহজাহান চৌধুরীসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালেল বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী সোমবার তাদের বিচার শুরুর আদেশ দেন ।
আদালতের পিপি মো. আইয়ুব খান জানান, হত্যা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মোট ৯৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রাণদণ্ডের রায় ঘোষণা হলে সেদিন জামাত ও ইসলামী ছাত্রশিবিরে কর্মীরা গাছের গুঁড়ি ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালায় তারা। পুলিশ এই প্রতিবন্ধকতা সরাতে গেলে পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের সংঘর্ষ হয়।
পরে লোহাগাড়া উপজেলার জমির কমপ্লেক্স নামে একটি কমিউনিটি সেন্টারে থেকে পুলিশ কনস্টেবল তারেকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
আসামিদের মধ্যে চট্টগ্রাম মহানগর জামাতের সাবেক আমির শাহজাহান চৌধুরী যিনি বিএনপি-জামাত জোট সরকারের সময় সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি ছিলেন।
চট্টগ্রাম মহানগর জামাতের সাবেক আমির শামসুল ইসলাম ২০০৮ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জামাতের নিবন্ধন বাতিল হওয়ায় গত ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত