ঢাকা   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১   রাত ৩:০২ 

সর্বশেষ সংবাদ

দেড় বছর পর খুলে দেয়া হলো সব অধস্তন আদালত, স্বাভাবিক বিচারকাজ চলবে

দেশের সব অধস্তন আদালতে স্বাভাবিক বিচারকাজ চলবে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি অথবা শারীরিক উপস্থিতিতে দেশের সব অধস্তন আদালত-ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণসহ স্বাভাবিক বিচার কাজ চালানোর সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে।”
গত বছরের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর সরকারি সিদ্ধান্তে দেশের সব অফিস আদালত বন্ধ করে দেয়া হয়। পরে সংক্রমণ কিছু কমলে সীমিত পরিসরে অফিস আদালত খুললেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নি। এর মধ্যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি আইন করে ভার্চুয়ালি বিচারকাজ চালানো হয়। তবে নিম্ন আদালত প্রায় বন্ধই থাকে। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সরকার কঠোর লকডাউন ঘোষণা করলে হাইকোর্টেও ভার্চুয়াল বেঞ্চ সীমিত হয়ে যায়। আইনজীবী ও বিচারপ্রার্থিদের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত অধস্তন আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত হলো। আর পূর্ব ঘোষণা অনুয়ায়ী বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে।
প্রধানবিচারপতির নির্দেশনায় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের জারি করা বিজ্ঞপ্তির ফলে অধস্তন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিচারক এখন থেকে প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা নির্ধারিত নিয়মে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সব ধরনের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তবে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায়। এতে বলা হয়, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্টিত করে এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সস্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এই আদেশ পালনে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনে সুপ্রিমকোর্টের নির্দেশনা চাওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত অধস্তন আদালতে সাক্ষ্য গ্রহণ ছাড়া সব বিচারিক কাজ চালানোর সিদ্ধান্ত ছিল।
হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ চলছেঃ
এদিকে বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। কার্যতালিক্ অনুযায়ী ৫৩ টি বেঞ্চে বিচারকাজ হচ্ছে। এর মধ্যে ৩১ টি দ্বৈত বেঞ্চ এবং ২২ টি একক বেঞ্চ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত