ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৬:১৩ 

সর্বশেষ সংবাদ

বুধবার থেকেই হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ চলবে

আগামী ১১ আগস্ট বুধবার থেকেই হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হবে। এবিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট হতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এতদসংক্রান্তে জারি করা প্রাকটিস নির্দেশনা অনুসরণ করতঃ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত ৫ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে ১২টি বেঞ্চে ভার্চুয়ালি বিচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছিল। সে অনুসারে রোববার থেকে এই ১২টি বেঞ্চে বিচার কাজ পরিচালিত হয়। কিন্তু রোববার বিকেলে প্রধানবিচারপতি আগামি বুধবার থেকেই হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত দেন।
প্রসঙ্গত বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারপতি রয়েছেন ৯২ জন আর আপিল বিভাগে বিচারপতি রয়েছেন ৫ জন। হাইকোর্ট বিভাগে যদি সবগুলো দ্বৈত বেঞ্চে বিচারকার্যক্রম শুরু হয় তা হলে ৪৬টি বেঞ্চে বিচারকার্যক্রম চলবে। এতে অধিকসংখ্যক মামলার শুনানি সম্ভব হবে বলে জানিয়েছেন আইনজীবীরা এবং তারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। লকডাউনে হাইকোর্টে বিচার কার্যক্রম খুবই সীমিত পরিসরে চলে। মাত্র ৩টি বেঞ্চ রাখা হয় । আইনজীবীরা বেঞ্চের সংখ্যা বাড়ানোর জন্য প্রধানবিচারপতির কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন।
এর আগে গত ৫ আগস্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন আদালতে সাক্ষ্য গ্রহণ ছাড়া সব বিচারিক কাজ চালানোর কথা জানানো হয়।
অধস্তন আদালতে কিছু বিচারকাজ চলবে স্বাস্থ্যবিধি বজায় রেখে শারীরিক উপস্থিতির মাধ্যমে। আর কিছু বিচারকাজ চালানো হবে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত