ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৯:২৪ 

সর্বশেষ সংবাদ

জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগ, মুফতি আমির হামজা ৫ দিনের রিমান্ডে

ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান মুফতি আমির হামজাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলার তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ৫ই মে তলোয়ার নিয়ে সাকিব নামের এক যুবক সংসদ ভবনে হামলার চেষ্টা চালায়। সাকিবকে আটকের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য মুফতি আমির হামজাকে রিমান্ড চাওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুফতি হামজার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত