ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   রাত ১১:০১ 

সর্বশেষ সংবাদ

ক্যাসিনোকাণ্ডঃ আরও দুই মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিচার শুরু

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াঁর বিরুদ্ধে আরও দুই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিঝিল থানার এই দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুন দিন রেখেছেন।
এদিন বিচারক আসামিকে অব্যাহতির ও তার পক্ষে সময়ের আবেদন নাকচ করে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার জানান।
এর মধ্য দিয়ে খালেদের বিরুদ্ধে দায়ের হওয়ার মোট পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
এর আগে গত বছর ২৬ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার আরেকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
খালেদ মাহমুদ ছিলেন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক।
ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে চলা অবৈধ ক্যাসিনো বন্ধে র‌্যাবের অভিযানের শুরুতেই গত বছরের ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদ ভূঁইয়া।
ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো তিনিই চালাতেন বলে র‌্যাব জানায়। গ্রেপ্তারের পর যুবলীগও বহিষ্কার করে তাকে।
গ্রেপ্তারের সময় খালেদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র (এর মধ্যে একটি অবৈধ), গুলি এবং ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি ইয়ংমেন্স ক্লাব থেকে বিদেশি মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করে র‌্যাব। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা হয়।
এর মধ্যে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মুদ্রা পাচার আইনে মোট তিনটি মামলা হয়। মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত