ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৭:২২ 

সর্বশেষ সংবাদ

কাওরান বাজারে নূর আলীর বোরাক জহির টাওয়ার ভাঙতে বাধা নেই, জানিয়েছে হাইকোর্ট

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ব্যবসায়ী নূর আলীর মালিকানাধীন বোরাক জহির টাওয়ারের অবৈধ অংশ থাকলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চাইলে ভেঙে ফেলতে পারবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ভবনের উচ্চতা কতটুকু হবে, তা নির্ধারণের ক্ষমতা রাজউকের। অনুমোদন না নিয়ে বোরাক জহির টাওয়ারে বেআইনিভাবে নির্মাণ করা অংশ চাইলে রাজউক ভেঙে ফেলতে পারবে।
এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে ভবন মালিকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান। অন্যদিকে সিভিল অ্যাভিয়েশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত জাহান শান্তনা।
জানা গেছে, রাজউক বোরাক জহির টাওয়ারের মালিককে ১৩ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেয়। পরে এটি অনুমোদনের জন্য রাজউক সিভিল অ্যাভিয়েশনের কাছে পাঠানো হয়। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ১৫০ ফুট উচ্চতার ভবন নির্মাণের অনুমতি দিয়ে ভবন মালিককে চিঠি দেয়। পরে রাজউক ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন বোরাক জহির টাওয়ারের মালিক ব্যবসায়ী নূর আলী। ওই রিটের শুনানি নিয়ে ২০১৬ সালে রাজউক ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চিঠি কেনও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট
তবে রুল শুনানি চলমান থাকাবস্থাতেই বোরাক জহির টাওয়ার ২০ তলা পর্যন্ত নির্মাণ করা হয়। এদিকে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এই রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত