করোনাভাইরাসের তথ্য গোপন করায় চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালতে। এই মামলায় চীনের রাষ্ট্রপতি সে দেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি আদালতে মামলাটি করেন মার্কিন মুলুকের বিখ্যাত আইনজীবী ল্যারি ক্লেইম্যান। মামলায় বলা হয়, চীনের উহানের ল্যাবে দীর্ঘদিন ধরে জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর কাজ করছিল চীন। সেখানে করোনাভাইরাসের উপর গবেষণা চালাচ্ছিল। কোনোভাবে ওই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং আজ সারাবিশ্বে মানবজাতির জন্য মহামারি ও বিপদ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনার পর চীন ইচ্ছাকৃত ভাবেই বিশ্বেরকাছে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখে। মামলায় ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। টেক্সাসের আদালত ইতিমধ্যে মামলাটি গ্রহণ করেছে। এখন এর উপর শুনানি অনুষ্ঠিত হবে।