ঢাকা   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১   সকাল ১১:২৯ 

সর্বশেষ সংবাদ

আওয়ামী আইনজীবী পরিষদের শোক সভা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট বুধবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম. পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এম পি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এম পি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম. পি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজীবুল্লাহ হিরু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল ও ঢাকা মহানগর পি পি এডভোকেট মো. আবদুল্লাহ আবু।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভাটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত