ঢাকা   শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১   ভোর ৫:২২ 

সর্বশেষ সংবাদ

রাজধানীতে গাঁজার চাহিদা বেড়েছে, দু’দিনেই দেড়শ কেজি উদ্ধার, আসছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত হয়ে

লকডাউনে রাজধানীতে গাঁজার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। মাত্র দুদিনেই রমনা, মহাখালি ও মিরপুর এলাকা থেকে অন্তত দেড়শ কেজি গাঁজা পুলিশের হাতে ধরা পড়েছে। বেশিরভাগ গাঁজা আসছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে।
ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তারা বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে করে এ গাঁজা পরিবহন করছিল। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার দেবাশীষ কর্মকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেলা তিনটার দিকে কাঙ্খিত নীল রঙের পিকআপ ভ্যানটি রমনা পার্কের সামনে আসলে ডিবি পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়া হয়। তখন পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে আজগর ও মনির নামে দুইজনকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাঁজা রাখার কথা স্বীকার করে এবং পিকআপ ভ্যানের পাটাতনের নিচ থেকে একে একে বের করে ২৫টি গাঁজার প্যাকেট। যার ওজন ৫০ কেজি। গ্রেফতারকৃতরা জানায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে এসব গাঁজা নিয়ে আসা হয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সেলিম, তার বাড়ি চাঁদপুর। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমান জানান, মিরপুরের টেকনিক্যাল যাত্রী ছাউনি থেকে সেলিমকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সেলিম দুটি চটের বস্তা নিয়ে টেকনিক্যাল যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিল। একটি বস্তা থেকে ২২ কেজি ও আরেকটি বস্তা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে এই গাঁজা কুমিল্লা থেকে নিয়ে আসে। এর আগে সোমবার রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা গুলশান ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ নিজাম উদ্দিন (৩৫)। এসময় তার কাছ থেকে গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় বনানী থানার মহাখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম জানিয়েছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত