বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
শোকবার্তায় মন্ত্রী জানান, হাবীবুল্লাহ সিরাজী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। একজন প্রকৌশলী হয়েও তিনি একাধারে কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য লিখেছেন। কবিতা ও কর্মে মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কর্মগুণেই তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। সৃজনশীলতা ও কর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য জগতে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
আইনমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।