বাঙালির বাক্ স্বাধীনতা রক্ষায় ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতমভূমিকা পালন করেছেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে পকিস্তানিরা সালাম, বরকত, রফিক, জব্বারকে গুলি করে হত্যা করে রাজপথ রক্তে রঞ্জিত করেছিল। তাদের আত্মত্যাগকে আমরা ভুলি নাই। শেখ হাসিনার প্রচেষ্টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ-বিষয়কমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করেছিলেন। জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশ হিসেবে পরিণত হতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশবাসীকে আহ্বান জানান।
তিনি বলেন, প্রথম দফায় এখন পর্যন্ত প্রায় ২০ লাখ লোক করোনার টিকা নিয়েছেন অথচ বিশ্বের ১৩০টি দেশ এখনো টিকা পায়নি। কোভিড মোকাবিলায় বিশ্বের পাঁচটি দেশের মধ্য বাংলাদেশ অন্যতম একটি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি টিকা পাঁচ ডলারে ক্রয় করে বিনা পয়সায় বিতরণ করছেন।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।