জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এক অকুতোভয় সেনানী হিসেবে তিনি একাত্তরের রনাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে।
মন্ত্রী শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
**প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের এমডি সাইদুল হাসানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক ঃ
প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
সাইদুল হাসান
এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া সাইদুল হাসানের মৃত্যুতে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনার্স অ্যান্ড পারসনস ( এলএএইচপি) এর চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা আফতাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনিও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য সাইদুল হাসান করোনাভাইরাসজনিত রোগ কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।প্রস্তাবিত সিটিজেন ব্যাংকে যোগদানের আগে তিনি ডাচ্ বাংলা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।