ঢাকা   শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১   রাত ২:৪১ 

সর্বশেষ সংবাদ

সাভারে স্কুল ছাত্রী নীলার ঘাতক মিজান দুই সহযোগীসহ গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 
শুক্রবার রাতে সাভার পৌরসভার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার উলাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিজানের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে হত্যা মামলার অন্য দুই আসামি, মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মিজানের সহযোগী সেলিম পালোয়ান নামের আরেক যুবককে। যিনি হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন।
মিজানের সঙ্গে গ্রেপ্তার অপর দুজন হলো সাকিব ও জয়। হত্যাকান্ডের সময় এরাও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সাভার থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এরা স্থানীয় পারভেজের বাড়িতে মাদক সেবন করছিল।

নীলা রায় স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।
তার স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজানুর রহমান নীলাকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে। ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে বখাটে মিজান ছুরিকাহত করে হত্যা করে।
নীলার বাবা নারায়ণ রায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সাভার থানায় মিজানুর, তার বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার ঢাকার আদালতে মিজানের মা ও বাবাকে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত