ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৯:০২ 

সর্বশেষ সংবাদ

সাংবাদিক ফারুক কাজী আর নেই

বিশিষ্ট সাংবাদিক ফারুক কাজী আর নেই। শুক্রবার সকালে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।
ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন একসময়।
দীর্ঘ কর্মজীবনে বাংলার বাণী, বাসস, ইউএনবি, অবজারভারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন ফারুক কাজী। তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত