ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৪:৫১ 

সর্বশেষ সংবাদ

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ সরকার

তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্য থেকে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রধান তথ্য কর্মকর্তা ‍সুরথ কুমার সরকার।

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী প্রধান তথ্য কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে অফিস আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে ‍তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ গোলাম আজম এবং অফিস সহায়ক মো. আব্দুল আলীম চলতি অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন বলে সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

২০১৯ সালের ২৭ জুন থেকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা সুরথ কুমার বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সুরথ কুমার জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে, যার মূল লক্ষ্য হল শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা।

এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে সব মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন করছে।

২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করার পর শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত