ঢাকা   মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১   সকাল ৯:৩৭ 

সর্বশেষ সংবাদ

হাইকোর্টে ৫৩টি বেঞ্চে বুধবার থেকে ভাচুর্য়ালি বিচারকাজ চলবে

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামি বুধবার থেকে এসব বেঞ্চে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হবে। এ বিষয়ে প্রধান বিচারপতি সোমবার নির্দেশনা জারি করেছেন।
নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে শারিরীক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এ সংক্রান্তে জারি করা প্রাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
গঠিত বেঞ্চের মধ্যে ৩১ টি রয়েছে দ্বৈত বেঞ্চ ও ২২ টি একক বিচারপতির বেঞ্চ। তারা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার (দ্বৈত বেঞ্চ) বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী (একক বেঞ্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ(দ্বৈত বেঞ্চ ) বিচারপতি মো: আসফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির( দ্বৈত বেঞ্চ) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক ( দ্বৈত বেঞ্চ) বিচারপতি মো: রইস উদ্দিন ও বিচারপতি মো: সোহরাওয়ার্দী (দ্বৈত বেঞ্চ) বিচারপতি মো: ইমদাদুল হক আজাদ ( একক বেঞ্চ) বিচারপতি মো: আতাউর রহমান খান (একক বেঞ্চ) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম (একক বেঞ্চ) বিচারপতি মো: রেজাউল হক , বিচারপতি মো: বদরুজ্জামান ( দ্বৈত বেঞ্চ) বিচারপতি শেখ আব্দুল আউয়াল ( একক বেঞ্চ) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী (দ্বৈত বেঞ্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ( দ্বৈত বেঞ্চ), বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিব ( দ্বৈত বেঞ্চ) বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক (দ্বৈত বেঞ্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো:মোস্তাফিজুর রহমান (দ্বৈত বেঞ্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো: খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ) বিচারপতি মো: রেজাউল হাসান (একক বেঞ্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন ( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আবদুল মোবিন( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি এ এন এম বশিরউল্লাহ (একক বেঞ্চ) , বিচারপতি আব্দুর রব ও বিচারপতি মোহাম্মদ সেলিম ( দ্বৈত বেঞ্চ), বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো: আতোয়ার রহমান (দ্বৈত বেঞ্চ) , বিচারপতি শেখ মো: জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত ( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি মো: রিয়াউদ্দিন খান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর (একক বেঞ্চ) , বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল ( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি ইবাদত হোসেন( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীম) , বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমান ( দ্বৈত বেঞ্চ) ,বিচারপতি আকরাম হোসেন চৌধুরী (একক বেঞ্চ) , বিচারপতি আশরাফুল কামাল (একক বেঞ্চ) , বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহম্মদ মাহবুবু উল আলম (দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মো: মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ( দ্বৈত বেঞ্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ(একক বেঞ্চ), বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (একক বেঞ্চ), বিচারপতি এ কে এম সাহিদুল হক (একক বেঞ্চ) , বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো: আখতারুজ্জামান ( দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আশীষ রঞ্জন দাস (দ্বৈত বেঞ্চ) , বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি মো: জাকির হোসেন (দ্বৈত বেঞ্চ) , বিচারপতি মাহমুদুল হক (একক বেঞ্চ) , বিচারপতি জাফর আহমেদ (একক বেঞ্চ), বিচারপতি কাশেফা হোসেন (একক বেঞ্চ) , বিচারপতি খিজির আহমেদ চৌধুরী( একক বেঞ্চ) , বিচারপতি মো: সেলিম (একক বেঞ্চ) বিচারপতি এস এম কুদ্দুস জামান (একক বেঞ্চ) ,বিচারপতি সরদার মো; রাশেদ জাহাঙ্গীর (একক বেঞ্চ) , বিচারপতি কে এম হাফিজুল আলম( একক বেঞ্চ), বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদার( একক বেঞ্চ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত