জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, কেয়ারটেকার সরকার ধ্বংস করেছে বিএনপি। কেয়ারটেকার সরকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করেছিল।
শহিদ ময়েজউদ্দিনের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন ফেরীঘাট ঈদগা মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধূরীর পরিচালনায় স্মরণসভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, সিমিন হোসেন রিমি এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বক্তব্য রাখেন।
নূর-ই-আলম চৌধুরী লিটন আরো বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন পাগল ছাড়া কোন নিরপেক্ষ ব্যক্তি নেই। তাহলে আজকে তারা নতুন কোন পাগল পেয়েছেন কিনা? যাতে করে তারা আবার নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসতে চায়।
তিনি শহিদ ময়েজ উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেয়ার মত কোন স্থান ছিলনা, তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। শহীদ ময়েজউদ্দিন ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। তাঁকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।
মেহের আফরোজ চুমকি এমপি বলেন, সারাবিশ্বে প্রধানমন্ত্রীদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ তথা দেশের মানুষকে সম্মানিত করেছেন। আমরা গর্বিত পিতার সন্তান হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুযোগ না দিলে এদেশের মানুষের জন্য কিছুই করতে পারতাম না।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারাদেশে ২২ দলের আহ্বানে হরতাল চলাকালে মিছিলে নেতৃত্বদানকালে শহীদ হন ময়েজউদ্দিন। বাসস।