ঢাকা   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০   সকাল ১১:৫৫ 

সর্বশেষ সংবাদ

অগ্রাধিকার ভিত্তিতে এমপিদের অস্ত্রের লাইসেন্স দিতে সংসদীয় কমিটির সুপারিশ

অগ্রাধিকার ভিত্তিতে সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স দিতে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কমিটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বরাদ্দের ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যদেরকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য সুপারিশ করেছে।”
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মোঃ হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন।
কমিটির আগের বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বৈঠকে জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, সংসদীয় কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে সকল জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। কমিটির আগের বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে ডোপ টেস্ট ও মাদক বিরোধী কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করায় কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।
এছাড়া দেশে ধর্ষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুবির্ধাথে প্রতিটি বিভাগে অন্তত একটি ডিএনএ ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের উপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সংখ্যা দ্রুত সময়ের মধ্যে বাড়ানো ও স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত