ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   সন্ধ্যা ৭:৫৩ 

সর্বশেষ সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মিন্টু ও হাসেম, ভোট হবে সিলেটে

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।
দুই রিটার্নিং কর্মকর্তা শুক্রবার গণবিজ্ঞপ্তি করে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
তবে বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী।
ঢাকা-১৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে রিটার্নিং অফিসারকে উদ্ধৃত করে কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ২৮ জুলাই ইভিএমে এ ভোট হবে; প্রচার শুরু ৬ জুলাই।
সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার শেষ দিনে কেউ মনোনয়পত্র প্রত্যাহার করেননি। তাই চার প্রার্থীই রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।
শুক্রবার প্রতীক বরাদ্দ পেলেও ৬ জুলাই থেকে প্রচারণা করতে পারবেন তারা।
আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র শফি আহমদ চৌধুরী রয়েছেন লড়াইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত