ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৬:৫৭ 

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন পাবনার এমপি নুরুজ্জামান

পাবনা-৪ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন।
বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নুরুজ্জমান বিশ্বাসকে শপথ পড়ান।
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা গেলে পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া আসনটি শূন্য হয়। মহামারীর কারণে সেখানে উপনির্বাচন হয় কয়েক মাস পরে।
২৬ সেপ্টেম্বরের ওই ভোটে আওয়ামী লীগের নৌকার পার্থী নুরুজ্জামান ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব পান ৫ হাজার ৫৭৬ ভোট।
শপথের পর নুরুজ্জামান বিশ্বাস রেওয়াজ অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী রোকেয়া জামানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
সাধারণত দুই-এক জনের শপথ অনুষ্ঠান স্পিকারের নিজ অফিসেই হয়। তবে করোনাভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার জন্য শপথ কক্ষেই নুরুজ্জামানের শপথের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত