অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ হত্যা মামলার আসামী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন,বাংলাদেশ পারে না, এমন কিছু নেই। তাকে অবশ্যই ফিরিয়ে আনা হবে।
বুধবার (১০ মে)পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
পুলিশ পরিদর্শক মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। ৯মে মঙ্গলবার অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অস্ত্র মামলায় ১০ বছরের জেল:
রাজধানীর রমনা থানায় করা অস্ত্র আইনের মামলায় দুবাই পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে মঙ্গলবার ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ এ রায় ঘোষণা করেন।
আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তাকে সাজা প্রদান করেন। তবে ১৯(এফ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়। আসামি আরাভ খান পলাতক থাকায় সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে তার মগবাজারের বাসায় যান। খবর পেয়ে গুলিভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপপরিদর্শক সুজন কুমার কুণ্ডু। এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান রবিউল।
এরপর পলাতক থাকায় ওই বছরের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আরাভের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও তিনটি মামলা বিচারাধীন। এর মধ্যে পুলিশ পরিদর্শক মামুন হত্যা ও ডিএসএসআর চুরির মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। হত্যা মামলায় নিজের পরিবর্তে অন্য আসামিকে আদালতে উপস্থাপনের ঘটনায় কোতোয়ালি থানার আরেকটি মামলা গঠনের পর্যায়ে রয়েছে।
আরাভ খান সম্প্রতি আলোচনায় আসেন দুবাইয়ে বিশাল স্বর্ণের দোকান দিয়ে। যার উদ্ভোধন করতে গিয়েছিলেন সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসান,অভিনেতা হিরো আলম।