ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর, স্বদেশে ফিরেছে বাংলাদেশের পাঁচ নাগরিক। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে, আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। ফিরে আসা ব্যাক্তিরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর, ওই পাঁচ বাংলাদেশি, ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে, আদালতের নির্দেশে তাদের আগরতলা ওল্ড হোমে রাখা হয়।বাংলাদেশে তাদের ঠিকানা নিশ্চিত করার পর স্বদেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।
ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, “ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হলে তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করে। এরপর তাদেরকে আগরতলার নরসিংগড় এলাকায় ‘স্টেট ওল্ড এজ হোম’এ রাখা হয়। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে, তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।”ভয়েস অফ আমেরিকা।