ঢাকা   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১   সকাল ৮:০৪ 

সর্বশেষ সংবাদ

কনক সরওয়ারের বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে থাকা একুশে টিভির সাবেক সংবাদকর্মী কনক সরওয়ারের বোনকে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।
নুসরাত শাহরিন রাকাকে (৩৮) সোমবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার তদন্তে ২০১৫ সালে কনক সারওয়ারকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন তিনি একুশে টিভি থেকে বরখাস্ত হয়েছিলেন।
পরে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কনক। সেখানে তিনি ফেইসবুকে ও ইউটিউব চ্যানেল খুলে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতায়’ লিপ্ত বলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ।
রাকাকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কনক সরওয়ারকে ‘দেশদ্রোহী’ আখ্যায়িত করা হয়।
রাকার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, বিদেশে অবস্থানকারী একটি ‘চক্র’ দেশে থাকা ‘এজেন্টদের যোগসাজশে’ ভার্চুয়ালি ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’ চালাচ্ছে বলে র‌্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা।
এর ধারাবাহিকতায় রাকাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।”
রাকা যে কনক সরওয়ারের বোন, তা তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাকাকে গ্রেপ্তারের সময় তার কাছে ‘আইস’ মাদক পাওয়ার কথাও জানিয়েছে র‌্যাব।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র‌্যাব জানায়, ফেনীর বাসিন্দা রাকার স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী। বিডি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত