ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৮:১০ 

সর্বশেষ সংবাদ

বগুড়ায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

বগুড়ার শেরপুর উপজেলার একটি কালীমন্দিরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালী ও শিব প্রতিমা ভাঙচুর করে বলে জানিয়েছেন তারা।
উপজেলার চণ্ডিজান দক্ষিণপাড়া কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস জানান, মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মন্দিরে ঢুকে দেখি যে, বেদি থেকে কালীর প্রতিমা সরিয়ে মন্দিরের বাইরে ফেলে দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রতিমার বিভিন্ন অংশ। বেদিতে থাকা কালীর দুই সহচরী ডাকিনী-যোগিনী এবং শিবের প্রতিমাও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুপুরে ঘটনা জানার পর মন্দির পরিদর্শন করেছি। এখানকার স্থানীয় সকল ধর্মের বাসিন্দারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করছেন ওই এলাকায়। এলাকার লোকজনও এরকম ঘটনায় বিস্মিত হয়েছেন।
কারা এই ঘটনার সাথে জড়িত, সেটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান শেরপুর থানার ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত