কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আব্দুল আহাদ (৪০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের জেলার মো. আবু সায়েম।
আব্দুল আহাদ সিলেট বিশ্বনাথ উপজেলার নদার মালপাড়া গ্রামের জমির আলীর ছেলে। তার কয়েদি নম্বর ১২৪/১৭।
জেলার আবু সায়েম জানান, রাজধানীর কাফরুল থানায় দায়ের করা হত্যা মামলায় ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন আহাদ। সোমবার ভোরে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েদি আহাদ স্ট্রোক করে মারা গেছেন।