ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৯:১২ 

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯৭ ব্যক্তিকে জরিমানা

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি ও নির্দেশনা। আর যারা মানছেন না তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
শুধু একদিনেই রাজধানীতে ৯৭ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আদায় করা হয়েছে ৩০ হাজার টাকারও বেশি।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় স্বাস্থ্য বিধি না মানায় তেজগাঁও বিভাগে ৩৪ জন ব্যক্তিকে ৮,২৫০ টাকা এবং রমনা বিভাগে ২৭ জন ব্যক্তিকে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ওয়ারী বিভাগে ১১ জন ব্যক্তিকে ২,৭০০ টাকা এবং লালবাগ বিভাগে ১৭ জন ব্যক্তিকে ২,৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও মিরপুর বিভাগে ৭ জন ব্যক্তিকে ২,১০০ টাকা এবং গুলশান বিভাগে ১ জন ব্যক্তিকে ২০০ টাকা ও ২টি দোকানে ১০,০০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
২টি দোকান ও ৯৭ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৯৯টি মামলা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত