ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   বিকাল ৪:৩৮ 

সর্বশেষ সংবাদ

তিন শিক্ষকের কারাদণ্ড

সরকারি নির্দেশনা উপেক্ষা করে মানিকগঞ্জে কোচিং সেন্টারে পড়ানোর দায়ে তিন শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে একজন স্কুল শিক্ষক এবং অপর দুজনের মধ্যে একজন ইমাম ও অপরজন মুয়াজ্জিন। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার সকালে সরকারের নির্দেশ উপেক্ষা করে কোচিং-এ পড়াচ্ছিলেন সিঙ্গাইরের জামির্তা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক আলমগীর হোসেনকে সাত দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে সন্তানদের পড়তে পাঠানোর দায়ে দুজন অভিভাবককে অর্থদণ্ড করা হয়।

এদিকে মধুরচর জামে মসজিদে শিশুদের পড়ানোর দায়ে ইমাম আশেক এলাহী এবং মুয়াজ্জিন আব্দুল লতিফকে সাতদিন করে কারাদণ্ডাাাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক রুনা লায়লা।  উল্লেখ্য করোনা ভাইরাস মোকাবিলা ও বিস্তার ঠেকাতে সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।এ সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারের কার্যক্রম চালালে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত