ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১   বিকাল ৫:৪৩ 

সর্বশেষ সংবাদ

জ্বালানি সাশ্রয়ে সারাদেশেই রাত ৮টার পর দোকান শপিংমল বন্ধ রাখার নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে শুধু ঢাকা সিটি করপোরেশনে নয় সারাদেশেইে রাত ৮টার পর দোকানপাট,শপিংমল, বাজার বন্ধ রাখতে সরকার নির্দেশ জারি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর শনিবার সরকারি সব দফতরকে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। সরকারের এই নির্দশেনা কঠোরভাবে বাস্তবায়ণ করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলেন।
বিশ্বব্যাপী অব্যাহত বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে জারি করা এক চিঠিতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কল-কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের তা পালন করতে বলা হয়েছে। পুলিশের উপ-মহাপরিদর্শক, সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ ধারা অনুযায়ী কঠোরভাবে আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র ফজলে নূর তাপস রাজধানীতে যানজট কমাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর জরুরী সেবা ছাড়া দোকানপাট বিপণি বিতান বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সারাদশেই এই নিয়ম কার্যকর করার নির্দেশনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত