ঢাকা   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১   রাত ১:২০ 

সর্বশেষ সংবাদ

সার্চ কমিটিতে দেয়া নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে

যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি, সে সকল দলকে ১৪ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৫টার মধ্যে নাম দিতে অনুরোধ জানানো হয়েছে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির সঙ্গে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান।
তিনি বলেন, যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি সে সকল দলকে সোমবার ৫টার মধ্যে নাম দিতে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে নাম প্রস্তাব এসেছে। যে সকল দল নাম প্রস্তাব করেনি, তাদের ফের অনুরোধ জানানোর জন্য বিশিষ্ট নাগরিক ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির সঙ্গে বৈঠককালে পরামর্শ দিয়েছিলেন। কমিটি এরপর ফের নাম চেয়ে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেন।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির কাছে ৩২৯ টি নামের প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ নাম, পেশাজীবীদের কাছ থেকে ৪০ নাম, ব্যক্তিপর্যায় থেকে ৩৪ নাম, মতামত দেয়াকালে ২০ এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ নাম। তিনি বলেন, এমনও হতে পারে একই নাম চার পাঁচ বারও রয়েছে। কমিটি বসে এগুলো সর্টআউট করবে। এসব নাম সোমবার বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে। বিকেল সোয়া ৪ টা থেকে তিন ঘন্টা দেশের বিশিষ্ট নাগরিকদের মতামত নেয়ার অংশ হিসেবে তৃতীয় বৈঠক করেন ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটি। সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত