ঢাকা   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১   ভোর ৫:০৮ 

সর্বশেষ সংবাদ

ইসি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি

সংসদে পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’- এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। আর আইনে উল্লেখিত বিধান অনুযায়ী তা কার্যকর হয়। এই বিলটিতে অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যকর বলে গণ্য হয়েছে।
এর আগে সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, তারা বিলটির সম্মতি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।
নির্বাচন কমিশন গঠনে এই আইনটি বৃহস্পতিবার সংসদে পাস হয়। এর আগে গত রোববার সংসদে বিলটি তোলা হয়েছিল। নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত