ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   রাত ১:৩৮ 

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকিতে: জরিপে তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষই মনে করেন যে দেশটিতে গণতন্ত্র এবং আইনের শাসন হুমকির মধ্যে রয়েছে। প্রাপ্তবয়স্কদের ওপর চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।
রবিবার প্রকাশিত সিবিএস নিউজ এর জরিপটিতে অংশগ্রহণকারীদের ৬৬% শতাংশ বলেন যে গণতন্ত্র হয় কিছু মাত্রায় অথবা অতিমাত্রায় হুমকির মধ্যে রয়েছে। ৩৩% বলেছেন যে গণতন্ত্র নিরাপদ আছে।
গত বছরের ৬ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আক্রমণের বর্ষপূর্তির মাত্র কয়েকদিন আগে জরিপটি প্রকাশিত হল। সেই ঘটনার সময় আইন প্রণেতারা যখন ক্যাপিটলে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী জয়টি প্রত্যয়ন করার জন্য সভায় বসেছিলেন তখন সেখানে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আক্রমণ চালায়।

জরিপে উত্তরদাতাদের মধ্যে ৮৩% জানান যে তারা ক্যাপিটলে জোরপূর্বক প্রবেশেকারীদের সমর্থন করেন না। বেশিরভাগই সেই ঘটনাটিতে জড়িতদের এমন কাজকে একটি বিদ্রোহ, যুক্তরাষ্ট্রের সরকারকে উৎখাতের একটি প্রচেষ্টা, ট্রাম্পকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নির্বাচনের ফলাফল বানচালের চেষ্টা, এবং একই সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি আন্দোলন হিসেবে চিহ্নিত করেছেন।
দেশটি যখন এই বছর কংগ্রেসের মধ্যবর্তীকালীন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ৬৮% জানান যে তারা ৬ জানুয়ারীর আক্রমণটিকে দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার সঙ্কেত বলে মনে করেন। ২০২৪ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জরিপে উত্তরদাতাদের ৬২% জানিয়েছেন যে তারা নির্বাচনে পরাজিত পক্ষ থেকে সহিংসতার আশঙ্কা করেন।
দুই-তৃতীয়াংশ উত্তরদাতা জানান যে তারা বাইডেনকেই ২০২০ সালের নির্বাচনের বৈধ বিজয়ী মনে করেন। এই সংখ্যাটি শনিবারে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের জরিপের ফলাফলের সাথে প্রায় মিলে যায়।
পোস্টের জরিপটিতে এটিও উঠে আসে যে ৪৫% উত্তরদাতা মনে করেন আক্রমণের ঘটনাটিতে ট্রাম্পের গুরুতর দায়ভার রয়েছে, অন্যদিকে ২৮% বলেন যে তার মোটেও কোন দায় ছিল না।
জরিপটিতে এটিও দেখা যায় যে দীর্ঘ মেয়াদে এমন মানুষের সংখ্যা বাড়ছে যারা বলছেন যে কখনও কখনও সরকারের বিরুদ্ধে নাগরিকদের উগ্র কর্মকান্ড যুক্তিযুক্ত। সর্বসাম্প্রতিক জরিপে এই বিষয়ের সাথে সম্মত উত্তরদাতার সংখ্যা ৩৪%, যা ২০১৫ তে ছিল ২৩% এবং ১৯৯৫ তে ছিল ১৩%। খবর ভয়েস অফ আমেরিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত