ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   রাত ৪:০৯ 

সর্বশেষ সংবাদ

ইসি গঠন: আরও ৪ রাজনৈতিক দলকে সংলাপে রাষ্ট্রপতির আমন্ত্রণ

নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে সংলাপে বসতে আরও ৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবনের প্রেস উইং জানায়, গণফোরামকে ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সংলাপে বসার আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশকে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হয়েছে।
৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন এবং এ পর্যন্ত সংসদের প্রধান বিরোধী দল – জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাথে সংলাপ করেছেন।
আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সংলাপে যোগ দিতে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
ইসির ওয়েবসাইট অনুযায়ী এখন ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কিন্তু সংসদে মাত্র নয়টি দলের প্রতিনিধিত্ব আছে।
এদিকে রোববার(২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত