ঢাকা   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১   সকাল ১১:৪০ 

সর্বশেষ সংবাদ

সন্ত্রাসবাদে অর্থায়ন, সিঙ্গাপুরের আদালতে বাংলাদেশি অভিযুক্ত

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরের আদালতে অভিযুক্ত করা হয়েছে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশিকে। তার বিরুদ্ধে অভিযোগ, সিরিয়াভিত্তিক হায়াত তাহরির আল-শাম নামে জঙ্গি সংগঠনকে ৮৯১ ডলার অর্থায়ন করেছেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালে ফয়সাল উগ্রবাদের দিকে ঝুঁকে পড়েন। তিনি সিরিয়ায় ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হন। ২০১৯ সালের মাঝামাঝি ফয়সাল হায়াত তাহরির আল-শাম নামে জিহাদি সংগঠনের প্রতি অনুগত হয়ে ওঠেন। তারাও সিরিয়ায় ইসলামি খেলাফত প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে।
২৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গত বছর ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের (আইএসএ) অধীনে গ্রেফতার করে সিঙ্গাপুরের নিরাপত্তা বাহিনী। তিনি সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৭ সালের প্রথম দিকে তিনি সিঙ্গাপুরে কাজ শুরু করেন।
স্ট্রেইট টাইমস জানিয়েছে, জঙ্গি সংগঠনে অর্থায়নের জন্য ফয়সাল জাস্টগিভিং, হিরোয়িক হার্টস অর্গানাইজেশন এবং গিভ ব্রাইট নামের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তিনি জানতেন, এই অর্থ সিরিয়ার জিহাদি সংগঠনগুলোর স্বার্থে ব্যয় করা হবে। এখন এটিকে গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হচ্ছে।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী, সন্ত্রাসবাদে কোনোভাবে অর্থায়ন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত